Sunday, 4 May 2014

আজ বইখোরদের জন্য রয়েছে হরি নারায়ণ চট্টপাধ্যায় এর ‘অমরধাম’ এর অডিও লিঙ্ক। হরি নারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন ১৯১৬ সালে। তাঁর প্রথম উপন্যাস ‘ইরাবতী’। ছোটদের জন্য লেখা বইয়ের মধ্যে অন্যতম ‘ভয়ের মুখোশ’ ও ‘পাথরের চোখ’। তাঁর মৃত্যু হয় ১৯৮১ সালে। আজকের গল্পটি নেওয়া হয়েছে ‘দুই শতকের শ্রেষ্ঠ ভৌতিক অমনিবাস’ বইটি থেকে।

প্রধান চরিত্রে,
পার্থ,
অমল,
মুংলা, এবং
পুলক

গল্পের সারাংশ:

লেখকের অম্বল এর সমস্যার কারণে ছুটি কাটাতে হঠাত দেখা পুরনো বন্ধু অমলের পরামর্শে মিলনপুরের অমরধামে বন্ধুর বাবার পুরনো বাংলোতে যেয়েই অদ্ভুত সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে থাকে সময়। অমরধামে পৌছাতেই দেখা হয়ে যায় স্কুল বন্ধু ‘পুলক’ এর সাথে। কিন্তু ‘পুলক’ এর মৃত্যুর সংবাদ তো সে পেয়েছিল বছর পাচেক আগে... একসময় ছুটির সময়গুলো রূপান্তরিত হয়ে যায় ভয়াবহতার মধ্য দিয়ে...

বইটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন


0 comments:

প্রিয় কবিতারা...