শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩৫ সালের ২রা নভেম্বর, ময়মনসিংহে, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। তাঁর ছেলেবেলা কেটেছে বিহার, পশ্চিমবঙ্গ ও অসমের বিভন্ন অংশে। তাঁর পিতা রেলওয়েতে চাকরি করতেন । শীর্ষেন্দু কলকাতার ভিক্টোরিয়া কলেজ হতে ইন্টারমিডিয়েট ও কলকাতা বিশ্ববিদ্যালয় হতে বাংলায় মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
শীর্ষেন্দু প্রথম চাকরি নেন স্কুল শিক্ষক হিসাবে। বর্তমানে তিনি আনন্দবাজার পত্রিকার সাথে জড়িত। এছাড়া তিনি দেশ পত্রিকাতেও লিখে থাকেন।
পুরস্কার
- বিদ্যাসাগর পুরস্কার (১৯৮৫) - শিশুসাহিত্যে অবদানের জন্য।
- আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০)
- সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৮৮), মানবজমিন উপন্যাসের জন্য।
টিভি এবং চলচ্চিত্র
তাঁর পাতালঘর কাহিনীটি সিনেমা হয়েছে এছাড়া দূরবীন, মনোজদের অদ্ভুত বাড়ি, বক্সার রতন, ঝিলের ধারে বাড়ি, নৃসিংহ রহস্য, ইত্যাদি কাহিনী নিয়ে টিভি সিরিয়াল হয়েছে । সম্প্রতি তার উপন্যাস 'মানবজমিন' অবলম্বনে বাংলাদেশে নাটক তৈরী হচ্ছে।
গ্রন্থতালিকা
|
|
ছোটদের বই
|
|
ডাউনলোড লিংক
অদ্ভুতুড়ে সিরিজ
0 comments: