Sirshendu Mukhopadhyay - Kolkata 2014-02-07 8651.JPG
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩৫ সালের ২রা নভেম্বর, ময়মনসিংহে, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। তাঁর ছেলেবেলা কেটেছে বিহার, পশ্চিমবঙ্গ ও অসমের বিভন্ন অংশে। তাঁর পিতা রেলওয়েতে চাকরি করতেন । শীর্ষেন্দু কলকাতার ভিক্টোরিয়া কলেজ হতে ইন্টারমিডিয়েট ও কলকাতা বিশ্ববিদ্যালয় হতে বাংলায় মাস্টার্স ডিগ্রী লাভ করেন।

শীর্ষেন্দু প্রথম চাকরি নেন স্কুল শিক্ষক হিসাবে। বর্তমানে তিনি আনন্দবাজার পত্রিকার সাথে জড়িত। এছাড়া তিনি দেশ পত্রিকাতেও লিখে থাকেন।

পুরস্কার

টিভি এবং চলচ্চিত্র

তাঁর পাতালঘর কাহিনীটি সিনেমা হয়েছে এছাড়া দূরবীন, মনোজদের অদ্ভুত বাড়ি, বক্সার রতন, ঝিলের ধারে বাড়ি, নৃসিংহ রহস্য, ইত্যাদি কাহিনী নিয়ে টিভি সিরিয়াল হয়েছে । সম্প্রতি তার উপন্যাস 'মানবজমিন' অবলম্বনে বাংলাদেশে নাটক তৈরী হচ্ছে।

গ্রন্থতালিকা

  • যাও পাখি
  • উজান
  • কাগজের বউ
  • কীট
  • ক্ষয়
  • চুরি
  • চোখ
  • জাল
  • দিন যায়
  • দূরবীণ
  • পারাপার
  • ফুলচোর
  • বিকেলের মৃত্যু
  • মানবজমিন
  • ঘুন পোকা
  • আশ্চর্য ভ্রমণ
  • রঙীন সাঁকো
  • পাপ
  • তিন হাজার দুই
  • নয়নশ্যামা
  • হৃদয়বৃত্তান্ত
  • নানা রঙের আলো
  • গয়নার বাক্স
  • অসুখের পরে
  • গতি
  • প্রজাপতির মৃত্যু ও পুর্নজন্ম
  • দ্বিতীয় সত্তার সন্ধানে
  • আদম ইভ ও অন্ধকার
  • নিচের লোক উপরের লোক
  • টানাপোড়েন
  • ক্রীড়াভূমি
  • সম্পত্তি
  • তিথি
  • পার্থিব
  • চক্র
  • আলোয় ছায়ায়
  • আলোর গল্প ছায়ার গল্প
  • ঋন
  • কাপুরুষ
  • কালো বেড়াল সাদা বেড়াল
  • গুহামানব
  • দ্বিচারিনী
  • নীলু হাজরার হত্যা রহস্য
  • পিদিমের আলো
  • ফজল আলি আসছে
  • মাধব ও তার পারিপার্শ্বিক
  • লাল নীল মানুষ
  • শ্যাওলা
  • শিউলির গন্ধ
  • সাঁতারু ও জলকন্যা
  • সিঁড়ি ভেঙে ভেঙে
  • ছায়াময়
  • দৃশ্যাবলী
  • বোধন ও বিসর্জন
  • এই সব পাপটাপ
  • হাটবার
  • চেনা অচেনা
  • যুগলবন্দী
  • সেই আমি
  • বাসস্টপে কেউ নেই
  • কাছের মানুষ
  • হরিপুরের হরেককান্ড
  • বাঙালের আমেরিকা দর্শন
  • একাদশীর ভূত
  • ওয়ারিশ
  • চারদিক
  • গোলমাল
  • আক্রান্ত
  • ফেরীঘাট
  • মাধুর জন্য
  • জোড়বিজোড়
  • বড়সাহেব
  • নেকলেস
  • নরনারী কথা

ছোটদের বই

  • পাতালঘর
  • কুঞ্জপুকুরের কান্ড
  • দুধসায়রের দ্বীপ
  • পটাশগড়ের জঙ্গলে
  • ঝিলের ধারে বাড়ি
  • সোনার মেডেল
  • অদ্ভুতুড়ে
  • মনোজদের অদ্ভুত বাড়ি
  • বিপিনবাবুর বিপদ
  • নৃসিংহ রহস্য
  • বক্সার রতন
  • গজাননের কৌটো
  • গোঁসাই বাগানের ভূত
  • গৌরের কবচ
  • চক্রপুরের চক্করে
  • নবাবগঞ্জের আগন্তুক
  • নবীগঞ্জের দৈত্য
  • পাগলা সাহেবের কবর
  • বনি
  • ভূতুরে ঘড়ি
  • ষোলো নম্বর ফটিক ঘোষ
  • হিরের আংটি
  • হেতমগড়ের গুপ্তধন
  • ঝিকরগাছার ঝঞ্ঝাট
  • সাধু বাবার লাঠি
  • হারানো কাকাতুয়া
  • উঁহু

ডাউনলোড লিংক

অদ্ভুতুড়ে সিরিজ

২৪। ভোম্বল সর্দার (vombol-sordar)

0 comments:

প্রিয় কবিতারা...