Sunday 29 September 2013


কবিতাটি হুমায়ুন আজাদের 'কাব্যসমগ্র' থেকে কপি করা; প্রকাশক 'আগামী প্রকাশনি ফেব্রুয়ারী ২০০৫, পৃষ্ঠা২৩৯।  


ঈ-শ! ঈ-শ! এ-ই, আ-হ্, এইখানে, প্রিয়!
- হুমায়ুন আজাদ

'ঈ-শ! ঈ-শ! এ-ই, আ-হ্‌, এইখানে, প্রিয়! এইখানে রাখো
জিভদেব! আ-হ্‌! ম'রে যাচ্ছি! চোষো, একটুকু ধীরে,
আ-হ্‌! ডান চাঁদে ঠোঁট রেখে চিরকাল থাকো,
পান করো, খাও, গেলো, শুষে নাও, ভেঙে, ফেড়ে, ছিঁড়ে।'
'ঈ-শ! ঈ-শ! এ-ই, আ-হ্‌, এইখানে, প্রিয়!'



'আমার মুঠোতে দাও রাজদন্ড! দাও! ধরি! বন্য দেবতা
এতো দৃঢ়! পেশল! শক্তিমান! উচ্চশির! দাও তারে মুখগহ্বরে!
কী প্রচন্ড! আ-হ্‌! কন্ঠের ভেতর শুনি পৌরাণিক অপরূপ কথা,
দম বন্ধ হয়ে আসে! ভেঙে পড়ছি আশ্বিনের ঝড়ে!'
'ঈ-শ! ঈ-শ! এ-ই, আ-হ্‌, এইখানে, প্রিয়!'



'ঈ-শ! ঈ-শ! এ-ই, আ-হ্‌, এইখানে, শিউলি বোঁটায়
রাখো ব্যাঘ্রজিভ, কমলোষ্ঠে, চোষো, ভাঙো! ঘন মধু ঝরে,
আহ্‌! মধু খাও, প্রিয়! ম'-রে যা-চ্ছি! ফোঁটায় ফোঁটায়
ঝ'-রে যাচ্ছি, ঢোকো, মধুময় চাকের ভেতরে।'


'ঈ-শ! ঈ-শ! এ-ই, আ-হ্‌, এইখানে, প্রিয়!'
'ঢো-কো! আরো! গভীর পাতালে! ই-শ! বিদ্ধ, খনন করো,
আহ্! কে ঢুকছে? পশুদেব? কবিতা? ধীরে ধীরে ধীরে,
এ-ই-বা-র দ্রু-ত, প্রিয়, ম'রে যা-চ্ছি, ঢোকো, দুই হাতে ধরো,
ভে-ঙে যা-চ্ছি, ম'-রে যাচ্ছি, গ'লে যাচ্ছি মৃত্যুর গভীরে!'
'ঈ-শ! ঈ-শ! এ-ই, আ-হ্‌, এইখানে, প্রিয়!'


0 comments:

প্রিয় কবিতারা...