নারায়ন দেবনাথ বিখ্যাত ভারতীয় বাঙালি কমিকস শিল্পী । তিনি হাঁদা ভোঁদাবাঁটুল দি গ্রেটনন্টে ফন্টেবাহাদুর বেড়াল(শুকতারা,১৯৮৩)ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু(ছোটদের আসর,১৯৮৩),কৌশিক রায়(শুকতারা, ১৯৭৬) প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের স্রষ্টা । পঞ্চাশ বছরেরও বেশী সময় ধরে তাঁর লেখা ও আঁকা কমিকস ছোট-বড় বাঙালিকে মাতিয়ে রেখেছে । কমিক-স্ট্রিপ ছাড়াও তিনি শিশু-কিশোরদের উপন্যাস অলঙ্করণ করেছেন । শুকতারা, কিশোর ভারতী প্রভৃতি কলকাতা ভিত্তিক শিশু-কিশোরদের পত্রিকায় কমিকস গুলিকে ছোট ছোট খন্ডে নিয়মিত প্রকাশ করা হচ্ছে ।


কমিকসে আবির্ভাব

বাংলা কমিকসের জগতে নারায়ন দেবনাথের আগমন ঘটে দেব সাহিত্য কুটিরের সম্পাদক মন্ডলীর উৎসাহে । তাঁর প্রথম কমিকস হাঁদা ভোঁদা নামটিও তাদের প্রস্তাবিত । সেসময় বাংলা কমিকস বলতে ছিল একমাত্র প্রতুলচন্দ্র লাহিড়ির আঁকা শেয়াল পন্ডিত, যা তখন যুগান্তরে প্রকাশিত হত । হাঁদা ভোঁদা প্রকাশের সাথে সাথেই পাঠকদের সমাদর পায় এবং শুকতারা থেকে নিয়মিত প্রকাশিত হতে থাকে । শুরুতে দেবনাথ নিজেই হাঁদা ভোঁদায় অঙ্কন ও কালি বসানোর কাজ করতেন । পরবর্তীতে তা গ্রেস্কেলে প্রকাশ করার ব্যবস্থা করা হয় ।
নারায়ণ দেবনাথের প্রথম রঙীন কমিক স্ট্রিপ ছিল বাঁটুল দি গ্রেট। নারায়ণবাবুর কথায়, কলকাতার কলেজস্ট্রিট থেকে ফেরার পথে তিনি বাঁটুলের কল্পনা করেন ও তৎক্ষণাৎ তার প্রতিকৃতি(figure) এঁকে ফেলেন। যদিও তিনি শুরুতে বাঁটুলকে কোনো অলৌকিক শক্তি(superpower) দেন নি।
পরবর্তীকালে কিশোর ভারতী নারায়ণবাবুর কাছে বিশেষ পুজোসংখ্যার ব্যাপারে এসে পৌঁছয়। তখন সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। পরে দিনেশ চন্দ্র চ্যাটার্জী সম্পাদক হিসেবে নারায়নবাবুকে গোয়েন্দা-গল্প (স্ট্রিপের) প্রস্তাব দেন যা পরে পরিণত হয় ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায় চরিত্রে। কিশোর ভারতীতে তার আঁকা প্রথম ধারাবাহিক কমিক স্ট্রিপ হলো ম্যাজিশিয়ান পটলচাঁদ, যার তিনটি সংখ্যা বেরোয়।

মুখ্য/ধারাবাহিক কমিক সিরিজের ডাউনলোড লিঙ্ক

ডাউনলোড করতে নিচের কমিকসের নামুনুসারে ক্লিক করুনঃ
নন্টে ফন্টে কালেকশন

0 comments:

প্রিয় কবিতারা...