হিমু একটি হুমায়ুন আহমেদ রচিত জনপ্রিয় কাল্পনিক চরিত্র। হিমু একজন বেকার যুবক যার আচরণ কিছুটা অজাগতিক।হিমুর প্রথম উপন্যাস ময়ূরাক্ষী। এর প্রাথমিক সাফল্যের পর হিমু বিচ্ছিন্নভাবে বিভিন্ন উপন্যাসে প্রকাশিত হতে থাকে।
চরিত্র পরিচয়
হুমায়ুন আহমেদ সৃষ্ট এই চরিত্র অনুসারে হিমুর আসল নাম হিমালয়। এ নামটি রেখেছিলেন তার বাবা। লেখক হিমুর বাবাকে বর্ণনা করেছেন একজন বিকারগ্রস্ত মানুষ হিসেবে; যার বিশ্বাস ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি প্রশিক্ষণ দিয়ে তৈরি করা যায় তবে একইভাবে মহাপুরুষও তৈরি করা সম্ভব। তার একটি মহাপুরুষ তৈরির স্কুল ছিল যার একমাত্র ছাত্র ছিল তার সন্তান হিমু। হিমুর পোশাক হল পকেট বিহীন হলুদ পাঞ্জাবী। ঢাকার পথে-পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো তার কর্মকাণ্ডের মধ্যে অন্যতম। মাঝে মাঝে তার মধ্যে আধ্যাত্মিক ক্ষমতার প্রকাশ দেখা যায়। যদিও হিমু নিজে তার কোন আধ্যাত্মিক ক্ষমতার কথা স্বীকার করে না। হিমুর আচার আচরণ খুবই বিভ্রান্তিকর। বিভিন্ন পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া অন্যদেরকে বিভ্রান্ত করে। এবং এই বিভ্রান্ত করা হিমুর অত্যন্ত প্রিয় একটি কাজ।
উপন্যাসে হিমুর কিছু ভক্তশ্রেণীর মানুষ থাকে যারা হিমুকে মহাপুরুষ মনে করে। এদের মধ্যে হিমুর খালাতো ভাই বাদল অন্যতম। মেস ম্যানেজার বা হোটেল মালিক- এরকম আরও কিছু ভক্ত চরিত্র প্রায় সব উপন্যাসেই দেখা যায়। হিমুর একজন বান্ধবী আছে, যার নাম রূপা; যাকে ঘিরে হিমুর উপন্যাসে অজানা রহস্যময়তা আবর্তিত হয়।
নামকরণ
হিমুর প্রকৃত নাম হিমালয়। হিমু যখন ছোট ছিল তখন তার বাবা তার নাম রেখেছিলেন হিমালয়, যা হিমালয় পর্বতের ন্যায় মহত্ব প্রকাশ করে। হিমুর বাবা তাকে একজন মহাপুরুষ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। তাই তিনি তার ছেলের এমন নাম রেখেছিলেন। পরে ছাত্রজীবনে এই নাম নিয়ে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। তার দাদা (পিতামহ) তার অন্য নাম রাখতে চেয়েছিলেন, কিন্তু হিমু তার বাবার দেয়া নামই রাখে।উপস্থিতি
হিমুর বয়স ১৮-২৫ বছরের মধ্যে। সে দেখতে খুব সুন্দর নয়,বরং তার পোশাক ও গেট-আপ বিরক্তিকর। সে সবসময় হলুদ রঙের পাঞ্জাবী (অধিকাংশ সময়ে যেটার পকেট থাকে না) পরে। রাতের বেলায় রাস্তায় হাঁটাহাঁটি করে। তার খালাতো ভাই/ফুপাতো ভাই বাদল তার অন্ধভক্ত। যে তার আধ্যাত্মিক শক্তির প্রতি নিঃসন্দিহান, এবং তাকে অনুসরণ করার চেষ্টা করে। হিমু মাঝে মাঝে ভবিষ্যতবাণী করে যা প্রায় সময়েই মিলে যায়। সে তার যুক্তি-বিরোধী মতানুসারে কাজ করে, এবং মানুষকে বিভ্রান্ত করে দেয়।হিমু কেন্দ্রিক উপন্যাস
উপন্যাস | প্রকাশকাল |
---|---|
ময়ূরাক্ষী | মে ১৯৯০ |
দরজার ওপাশে | ১৯৯২ |
হিমু | ফেব্রুয়ারি ১৯৯৩ |
পারাপার | ১৯৯৪ |
এবং হিমু... | ১৯৯৫ |
হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম | ১৯৯৬ |
হিমুর দ্বিতীয় প্রহর | ১৯৯৭ |
হিমুর রূপালী রাত্রি | ১৯৯৮ |
একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা | মে ১৯৯৯ |
তোমাদের এই নগরে | ২০০০ |
চলে যায় বসন্তের দিন | ২০০২ |
সে আসে ধীরে | ২০০৩ |
আঙ্গুল কাটা জগলু | ২০০৫ |
হলুদ হিমু কালো র্যাব | ২০০৬ |
আজ হিমুর বিয়ে | ফেব্রুয়ারি ২০০৭ |
হিমু রিমান্ডে | ফেব্রুয়ারি ২০০৮ |
হিমুর মধ্যদুপুর | জুন ২০০৯ |
হিমুর নীল জোছনা | ফেব্রুয়ারি ২০১০ |
হিমুর আছে জল | ফেব্রুয়ারি ২০১১ |
হিমু এবং একটি রাশিয়ান পরী | ফেব্রুয়ারি ২০১১ |
হিমু এবং হার্ভার্ড পিএইচডি বল্টু ভাই | অগাস্ট ২০১১ |
অন্যান্য
উপন্যাস | প্রকাশকাল |
---|---|
হিমু মামা | ২০০৪ |
হিমুর একান্ত সাক্ষাতকার ও অন্যান্য | ২০০৮ |
হিমুর বাবার কথামালা | জুন ২০০৯ |
0 comments: