আজ বইখোরদের জন্য রয়েছে, নারায়ণ চক্রবর্তি এর আলফজ বার্তিনো উপর লেখা পরিচিত পর্ব এবং আর্থার কোনাল ডয়েল এর শার্লক হোমস এর ‘স্ক্যান্ডাল ইন বোহেমিয়া’ এর অডিও বই, যেখানে কিনা মেয়েদের সম্পর্কে চিরচেনা ধারণাটাই বদলে দেয় শার্লক হোমসের। শার্লক হোমসের সাথে পাঠকরা পরিচিত থাকলেও আলফজ বার্তিনোও কিন্তু গোয়েন্দাগিরিতে কম যান না। অপরাধ বিজ্ঞানে তাঁর মৃতদেহ শানাক্তকরণ জ্ঞান এবং অপরাধীর অপরাধীর ইন্ডেক্স কার্ড প্রথার প্রচলনের জনক বার্তিনোর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার বলে উদ্ধার করেছিলেন বেশ জটিল কিছু খুনের রহস্য।
অডিও
বইটি শুনতে বা ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
0 comments: