![]() |
| অচিন্ত্যকুমার সেনগুপ্ত |
আজ
বইখোরদের জন্য রয়েছে অচিন্ত্যকুমার সেনগুপ্ত এর লেখা ‘অকৃতজ্ঞ’ গল্পের অডিও বই। অচিন্ত্যকুমার
সেনগুপ্ত জন্মেছিলেন ১৯শে
সেপ্টেম্বর, ১৯০৩ খৃস্টাব্দে। রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের পর কল্লোলযুগে যেসব
লেখক আলোড়ন এনেছিলেন ইনি তাদের অন্যতম। একশো এর উপর বই লিখেছিলেন। ‘পরমপুরুষ- শ্রী
শ্রী রামকৃষ্ণ’ এই জীবনিগ্রন্থটি লিখে অসাধারণ জনপ্রিয় হয়েছিলেন। তাঁর মৃত্যু
হয়েছিল ২৯শে
জানুয়ারি, ১৯৭৬ খৃস্টাব্দে। আজকের গল্পটি নেওয়া হয়েছে দেব
সাহিত্যকুটির এর প্রকাশিত তাদের বিশেষ পুজোসংখ্যা ‘ঝলমল’ থেকে। গল্পটি প্রথম
প্রকাশিত হয়েছি ১৩৪৪ বঙ্গাব্দে অর্থাৎ ১৯৩৭ খ্রিস্টাব্দে।
প্রধান
চরিত্রে,
কেশব
মজুমদার,
কেশবের
স্ত্রী,
দারোগা
বাবু, এবং
মনিন্দ্র।
বইটি
শুনতে বা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন
RSS Feed
Twitter
5/02/2014 12:43:00 am
Unknown

Posted in
0 comments: