Sunday, 5 October 2014

মেয়েটি সমুদ্রকে ভালোবেসে এক ফোঁটা পানি দিতে চেয়েছিল
- মোশাররফ করিম

মেয়েটি সমুদ্রকে ভালোবেসে এক ফোঁটা পানি দিতে চেয়েছিল
কিন্তু অকূল অর্ণব তা কোথায় রাখবে, তার তো কূল নেই।
তারপর হাঁটতে হাঁটতে একটা একলা পাহাড়ের সঙ্গে দেখা হলে
পাহাড়টি যুগের পিপাসা নিয়ে মেয়েটিকে ডাক দিলে কাঙ্গালের সঙ্গে কাঙ্গালের মিলন হলো।
মেয়েটি এখন পাহাড়ের সঙ্গে হাঁটে
মেয়েটি পাহাড়ের সঙ্গে হাঁটে আর সমুদ্রের গর্জন শোনে
মেয়েটি পাহাড়ের সঙ্গে হাঁটে আর সমুদ্রের ঢেউ গোনে
মেয়েটি পাহাড়ের সঙ্গে হাঁটে আর সমুদ্র তাকে ওঠায় নামায়
দোলায় ভাসায়।
মেয়েটি পাহাড়ের সঙ্গে হাঁটে
হাঁটতে হাঁটতে একটা সমুদ্রের সঙ্গে দেখা হয়ে গেলে
পাহাড়টি থেমে যায়।
মেয়েটিও।
পাহাড়টি বলে ওঠে, আমার কোনো গর্জন নেই
আমি ওঠাতে পারি না, নামাতে পারি না।
দোলাতে পারি না, ভাসাতে পারি না।
আমার আছে বুকভরা চাপা কান্না
তাতে তোমার কিছু যাবে আসবে না।

0 comments:

প্রিয় কবিতারা...