Sunday, 5 October 2014

শেষ চিঠি
- বিদ্যা সিনহা সাহা মিম

দরজাটা বন্ধ, কিন্তু জানলা
খোলা থাকল,
শুধু তোমার জন্য।
কখন ইচ্ছে হলে
দূর থেকে আমাকে দেখো...
আমি জানি তোমার ইচ্ছে হবে,
আমারও...
আবার কখনো কোথাও দেখা হয়ে গেলে
থমকে দাঁড়াব না,
চলে যেতে যেতে হয়তো পিছন ফিরে
একটুখানি দেখব তোমাকে।
আগের মতো দূরে এসে আমাকে
জড়িয়ে ধোরো না।
আমি জানি তোমার ইচ্ছে হবে,
আমারও...
পড়ন্ত বিকেলের সেই স্মৃতিগুলো আর কাছে টানবো না।
মনে পড়বে হয়তো কিছু
সময়ের জন্য।
স্বপ্ন দেখার সেই পুরোনো দিনগুলো
আর খোঁজো না...
জানি তোমার ইচ্ছে হবে,
আমারও...

0 comments:

প্রিয় কবিতারা...