Monday, 16 June 2014

লিখেছেনঃ Syed Mohammad Rezwan



আপনি কী আপনার জীবনের গতিপথ নিয়ে চিন্তিত? হতাশাগ্রস্ত হয়ে আছেন? জীবনে চলার পথে যাই করছেন তাতেই ব্যর্থতা আপনার সঙ্গী হচ্ছে? আপনি কী আপনার লক্ষ্যে পৌছাতে পারছেন না? অন্ধকার গলিপথ ছেড়ে আলোর মহাসড়কে এসে আপনার লক্ষ্যে পৌছাতে চান? তাহলে বইপ্রেমী বন্ধুরা আসুন হাতে তুলে নিই পাউলো কোয়েলহোর রচিত দ্য আলকেমিস্ট। এতদিন ধরে বিশ্বখ্যাত থ্রিলার উপন্যাস নিয়ে প্রচুর লিখেছি। আজ আপনাদেরকে পরিচয় করে দিতে চাই পৃথিবীর সবচেয়ে বেশী ভাষায় অনূদিত এবং অনেকের মতে পৃথিবীর সবচেয়ে অনুপ্রেরনীয় উপন্যাস 'দ্য আলকেমিস্ট' এর সাথে।
খুবই সাধারন একটা গল্প। গল্পের মূল চরিত্র আন্দালুসিয়ান রাখাল বালক সান্টিয়াগো প্রায়শই স্বপ্নে দেখে একটি ছোট বালক তাকে মিশরের পিরামিডের নীচে লুকানো ধনরত্নের খোঁজ করতে বলে। সান্টিয়াগো এক জিপসির কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। জিপসি তাকে মিশরে যেতে বলে। সেটাই তার লক্ষ্য হওয়া উচিত বলে জানায়। এক রহস্যময়ী লোক যে নিজেকে সালেমের রাজা বলে দাবী করে সেও তাকে জিপসির মত মিশরের উদ্দেশ্যে রওয়ানা দিতে বলে। সান্টিয়াগো তার পুরো ভেড়ার পাল বিক্রি করে তাঞ্জিয়ারে পৌছায় এবং সেখানে সে চুরির সম্মুখীন হয় ও নিঃস্ব হয়। তার এখন মিশরে পৌঁছানর টাকা নেই। সে হতাশাগ্রস্ত হয়ে পরে। সে একটি দোকানে কাজ নেয়। প্রায় এক বছর কাজ করে সে নিজ দেশে ফিরে ব্যাবসা করার মত যথেষ্ট পরিমান অর্থ জমিয়ে ফেলে। কিন্তু শেষ মুহূর্তে দেশে ফেরত না যেয়ে মিশরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। মিশরের সাহারা মরুভুমিতে তার পরিচয় হয় এক ইংরেজের সাথে যে আল-ফাউমে আলকেমিস্টের সন্ধানে যাচ্ছে, যার কাছ থেকে সে আলকেমির রহস্য শিখে নিবে। চলতে থাকল সান্টিয়াগোর তার লক্ষ্যের উদ্দেশ্যে যাত্রা এবং তার পরিচয় হয় ২০০ বছর বয়সের আলকেমিস্টের সাথে। সান্টিয়াগো কী তার লক্ষ্য, যা ছিলো পিরামিডের নীচের গুপ্তধন সেই লক্ষ্যে অটুট থাকবে না আলকেমিস্টের সাথে পরিচয় হওয়ার পর নতুন লক্ষ্য ঠিক করবে?
আগেই বলেছি অতি সাধারন একটি গল্প, কিন্তু অনন্ন্য-সাধারন লেখনী। কোয়েলহোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে অনুপ্রেরনীয় লেখক। উনার ৩ টি উপন্যাস পড়ার সৌভাগ্য হওয়ার কারনে আমিও এই বিষয়ে পুরোপুরি একমত। এই গল্পটিতে রুপকের ছড়াছড়ি। একটি সাধারন রাখাল বালকের মিশর যাত্রার গল্পের মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে মানুষ নিজের দেখা স্বপ্নে যেন কখনো বিভ্রান্ত না হয়। একটি বাস্তববাদী স্বপ্ন মনে পুষে আপনি যদি একটি লক্ষ্য স্থির করেন, পথ যতই বন্ধুর হোক না কেন আপনি লক্ষ্যে পৌঁছাবেনই। আপনি মাঝে হতাশাগ্রস্ত হয়ে ফিরে আসতে চাইলেও আপনি ফিরে আসতে পারবেননা, কারন তখন ''পুরো বিশ্বই ষড়যন্ত্র করবে'' আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানর জন্য। আপনি যদি লক্ষ্য নির্ধারণ করে রাখেন এবং সাহসী হোন তাহলে যত কিছুই ঘটুক না কেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেনই আপনার দৃঢ়কল্পের জন্য। লেখক আরেকটি বার্তা দিয়েছেন তা হল, আমরা যেন স্বপ্ন দেখা বন্ধ না করি। কারন যে স্বপ্ন দেখতে পারে সে তা বাস্তবেও রূপ দিতে পারে।
উপন্যাসের নাম 'দ্য আলকেমিস্ট' হয়েছে কিন্তু এখানে একটি আলকেমিস্টের চরিত্র আছে সেজন্য না, বরং লেখক পুরো গল্পের মত নামকরণও করেছেন রুপক অর্থে। আপনি যদি হতাশায় নাও ভোগেন, আপনার জীবনের পথ খুবই মসৃণ তারপরও বলব এই অসাধারন অনুপ্রেরনীয় উপন্যাসটি পড়ার জন্য। আরো একটি বিষয় উল্ল্যেখ করছি, এই বইয়ের বাংলা অনুবাদ থাকলেও আপনারা দয়া করে ইংরেজি অনুবাদ পড়বেন। কারন, প্রথমত, এই বইয়ের ইংলিশ পানির মতই সরল। ক্লাস সেভেন/এইটের ছাত্ররাও অতি সহজেই পড়তে পারবে। দ্বিতীয়ত, কোয়েলহোর বিখ্যাত উক্তিগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য। আমরা ফেসবুক এবং সর্বোপরি ইন্টারনেটের সৌজন্ন্যে প্রচুর বিখ্যাত উক্তি প্রায়ই দেখে থাকি। এই বই পড়ার পর আপনি কমপক্ষে ৩০ টি বিখ্যাত উক্তি পাবেন যা আপনার আগের পড়া উক্তিগুলোর সাথে মিলে যাবে। তৃতীয়ত, বাংলা অনুবাদ আমি বেশ কয়েকপাতা পড়ে দেখেছি, আমার ভালো লাগেনি।

এক নজরেঃ
বইয়ের নামঃ The Alchemist (দ্য আলকেমিস্ট)
লেখকঃ পাউলো কোয়েলহো
প্রকাশনের সময়ঃ ১৯৮৮ (পর্তুগীজ ভাষায়)
ইংরেজিতে অনুবাদঃ ১৯৯৩
ধরনঃ রূপকধর্মী উপন্যাস (Allegorical Fiction)
পৃষ্ঠা সংখ্যাঃ ১৬১
দামঃ ৫০ টাকা (নীলক্ষেত ফুটপাথ থেকে নতুন কিনেছিলাম দুই বছর আগে, বর্তমানে ৮০/১০০ টাকার নীচে পাওয়ার সম্ভাবনা কম)
ই-বুক ডাউনলোড লিঙ্ক (ইংলিশ)

0 comments:

প্রিয় কবিতারা...