Wednesday, 15 October 2014

প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদা সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র। ১৯৬৫ সালের ডিসেম্বর মাসের সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প "ফেলুদার গোয়েন্দাগিরি" প্রকাশিত হয়। ১৯৬৫ থেকে ১৯৯৭ পর্যন্ত এই সিরিজের মোট ৩৫টি সম্পূর্ণ ও চারটি অসম্পূর্ণ গল্প ও উপন্যাস প্রকাশিত হয়েছে। ফেলুদার প্রধান সহকারী তাঁর খুড়তুতো ভাই তপেশরঞ্জন মিত্র ওরফে তোপসে ও লেখক লালমোহন গাঙ্গুলি (ছদ্মনাম জটায়ু)।

ফেলুদা সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র

তপেশরঞ্জন মিত্র ফেলুদার খুড়তুতো ভাই। ফেলুদার দেওয়া তোপসে নামেই অধিক পরিচিত। এই চরিত্রটি আর্থার কনান ডয়েলের জন ওয়াটসন চরিত্র দ্বারা অনুপ্রাণিত। তোপসে ফেলুদার সর্বক্ষণের সঙ্গী। ফেলুদার প্রায় সব অভিযানের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সে লিপিবদ্ধ করে। তোপসের বাবা সম্পর্কে ফেলুদার কাকা। ফেলুদা তার কাকার পরিবারেরর সঙ্গেই ২১,রজনী সেন রোড,কলকাতা-৭০০০২৯-র বাড়িতে থাকে। দক্ষিণ কলকাতায় রজনী সেন রোড থাকলেও ২১ নম্বর বাড়িটি অস্তিত্বহীন। লালমোহন গাঙ্গুলি বা লালমোহনবাবু ফেলুদার বন্ধু। ইনি জটায়ু ছদ্মনামে রহস্য-রোমাঞ্চ উপন্যাস লেখেন। লালমোহনবাবু বাংলায় রহস্য-রোমাঞ্চ সিরিজের একজন জনপ্রিয় লেখক এবং তার নিজের মতে সারা ভারতে তার অনুগামীরা ছড়িয়ে আছে। তাঁর লেখা উপন্যাসগুলির প্রধান চরিত্র সাড়ে ছয় ফুট উচ্চতাবিশিষ্ট গোয়েন্দা প্রখর রুদ্র। তাঁর অবিশ্বাস্য গল্পগুলি বেস্টসেলার হলেও বইগুলোতে মাঝে মাঝে খুবই সাধারণ ভুল থাকে, যেগুলো ফেলুদাকে শুধরে দিতে হয়। লালমোহনবাবুর একটি "মাদ্রাজী সবুজ" এ্যাম্বাসেডর গাড়ি আছে যা ফেলুদার অনেক অভিযানের নির্ভরযোগ্য বাহন। সোনার কেল্লা গল্পে ফেলুদা ও তোপসের যোধপুর গমনকালে কানপুরে ট্রেনে প্রথম জটায়ু চরিত্রের আবির্ভাব ঘটে। সিধুজ্যাঠা ফেলুদার বাবার বন্ধু। ফেলুদাকে প্রায়ই অসাধারণ স্মৃতিশক্তি এবং সাধারণ জ্ঞানের অধিকারী সিধুজ্যাঠার কাছে বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে দ্বারস্থ হতে হয় । মগনলাল মেঘরাজ ফেলুদার অন্যতম শত্রু। ফেলুদা বেশ কয়েকটি কাহিনীতে তার মোকাবিলা করে। জয় বাবা ফেলুনাথ এবং যত কাণ্ড কাঠমান্ডুতে এর মধ্যে প্রধান। (সূত্রঃ উকিপিডিয়া)

ফেলুদা সমগ্র ডাউনলোড লিঙ্ক

 
গল্প/উপন্যাস গ্রন্থভুক্তি অতিরিক্ত তথ্য  কাহিনি-সংক্ষেপ
ফেলুদার গোয়েন্দাগিরি (Feludar Goendagiri)(গল্প) এক ডজন গপ্‌পো, ১৯৭০ পাহাড়ে ফেলুদা, ১৯৯৬ প্রথম ফেলুদা-গল্প
বাদশাহী আংটি (উপন্যাস) বাদশাহী আংটি, ১৯৬৯ ফেলুদার সপ্তকাণ্ড, ১৯৯৮ প্রথম ফেলুদা-উপন্যাস
কৈলাস চৌধুরীর পাথর (গল্প) এক ডজন গপ্‌পো, ১৯৭০ কলকাতায় ফেলুদা, ১৯৯৮ -
শেয়াল-দেবতা রহস্য (গল্প) আরো এক ডজন, ১৯৭৬ কলকাতায় ফেলুদা, ১৯৯৮ -
গ্যাংটকে গণ্ডগোল (উপন্যাস) গ্যাংটকে গণ্ডগোল, ১৯৭১ পাহাড়ে ফেলুদা, ১৯৯৬
সোনার কেল্লা (উপন্যাস) সোনার কেল্লা, ১৯৭২ ফেলুদার সপ্তকাণ্ড, ১৯৯৮ প্রথম চলচ্চিত্রায়িত ফেলুদা উপন্যাস
বাক্স-রহস্য (উপন্যাস) বাক্স-রহস্য, ১৯৭৩ ফেলুদার পান্‌চ, ২০০০
কৈলাসে কেলেঙ্কারি (উপন্যাস) কৈলাসে কেলেঙ্কারি, ১৯৭৪ ফেলুদার সপ্তকাণ্ড, ১৯৯৮
সমাদ্দারের চাবি (গল্প) আরো এক ডজন, ১৯৭৬ ফেলুদা একাদশ, ২০০০ -
রয়েল বেঙ্গল রহস্য (Royal Bengal  Rohosso) (উপন্যাস) রয়েল বেঙ্গল রহস্য, ১৯৭৫ ফেলুদার পান্‌চ, ২০০০ -
ঘুরঘুটিয়ার ঘটনা (গল্প) আরো এক ডজন, ১৯৭৬ ফেলুদা একাদশ, ২০০০ -
জয় বাবা ফেলুনাথ (উপন্যাস) জয় বাবা ফেলুনাথ, ১৯৭৬ ফেলুদার সপ্তকাণ্ড, ১৯৯৮ দ্বিতীয় চলচ্চিত্রায়িত ফেলুদা-উপন্যাস
বোম্বাইয়ের বোম্বেটে (উপন্যাস) ফেলুদা এণ্ড কোং, ১৯৭৭ ফেলুদা একাদশ, ২০০০ সন্দীপ রায় কর্তৃক চলচ্চিত্রায়িত
গোঁসাইপুর সরগরম (উপন্যাস) ফেলুদা এণ্ড কোং, ১৯৭৭ ফেলুদা একাদশ, ২০০০ -
গোরস্থানে সাবধান (Gorosthane Sabdhan)(উপন্যাস) গোরস্থানে সাবধান!, ১৯৭৯ কলকাতায় ফেলুদা, ১৯৯৮ -চলচ্চিত্রায়িত ফেলুদা-উপন্যাস
ছিন্নমস্তার অভিশাপ (উপন্যাস) ছিন্নমস্তার অভিশাপ, ১৯৮১ ফেলুদার পান্‌চ, ২০০০ -
হত্যাপুরী (উপন্যাস) হত্যাপুরী, ১৯৮১ ফেলুদার সপ্তকাণ্ড, ১৯৯৮ -
গোলোকধাম রহস্য (গল্প) আরো বারো, ১৯৮১ কলকাতায় ফেলুদা, ১৯৯৮ -
যত কাণ্ড কাঠমাণ্ডুতে (উপন্যাস) যত কাণ্ড কাঠমাণ্ডুতে, ১৯৮১ পাহাড়ে ফেলুদা, ১৯৯৬ -
নেপোলিয়নের চিঠি (গল্প) ফেলুদা ওয়ান ফেলুদা টু, ১৯৮৫ ফেলুদা একাদশ, ২০০০ -
টিনটোরেটোর যীশু (উপন্যাস) টিনটোরেটোর যীশু, ১৯৮৫ ফেলুদার পান্‌চ, ২০০০ সন্দীপ রায় কর্তৃক চলচ্চিত্রায়িত
অম্বর সেন অন্তর্ধান রহস্য (গল্প) এবারো বারো, ১৯৮৪ কলকাতায় ফেলুদা, ১৯৯৮ -
জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা (গল্প) এবারো বারো, ১৯৮৪ ফেলুদা একাদশ, ২০০০ -
এবার কাণ্ড কেদারনাথে (গল্প) ফেলুদা ওয়ান ফেলুদা টু, ১৯৮৫ পাহাড়ে ফেলুদা, ১৯৯৬ -
বোসপুকুরে খুনখারাপি (গল্প) একের পিঠে দুই, ১৯৮৮ কলকাতায় ফেলুদা, ১৯৯৮ -
দার্জিলিং জমজমাট (উপন্যাস) দার্জিলিং জমজমাট, ১৯৮৮ পাহাড়ে ফেলুদা, ১৯৯৬ -
অপ্সরা থিয়েটারের মামলা (গল্প) ডবল ফেলুদা, ১৯৮৯ কলকাতায় ফেলুদা, ১৯৯৮ -
ভূস্বর্গ ভয়ংকর (গল্প) ডবল ফেলুদা, ১৯৮৯ পাহাড়ে ফেলুদা, ১৯৯৬ -
শকুন্তলার কণ্ঠহার (গল্প) আরো সত্যজিৎ, ১৯৯৩ ফেলুদার সপ্তকাণ্ড, ১৯৯৮ -
লন্ডনে ফেলুদা (গল্প) ফেলুদা প্লাস ফেলুদা, ১৯৯২ ফেলুদা একাদশ, ২০০০ -
ড. মুন্সির ডায়রি (Dr. Munsir Diary)(গল্প) বাঃ! বারো, ১৯৯৪ কলকাতায় ফেলুদা, ১৯৯৮ -
নয়ন রহস্য (উপন্যাস) নয়ন রহস্য, ১৯৯১ ফেলুদার পান্‌চ, ২০০০ -
রবার্টসনের রুবি (উপন্যাস) রবার্টসনের রুবি, ১৯৯১ ফেলুদা একাদশ, ২০০০ সর্বশেষ সম্পূর্ণ ফেলুদা উপন্যাস
গোলাপী মুক্তা রহস্য (গল্প) ফেলুদা প্লাস ফেলুদা, ১৯৯১ ফেলুদার সপ্তকাণ্ড, ১৯৯৮ সর্বশেষ সম্পূর্ণ ফেলুদা উপন্যাস
ইন্দ্রজাল রহস্য (গল্প) কলকাতায় ফেলুদা, ১৯৯৮ কলকাতায় ফেলুদা, ১৯৯৮ সর্বশেষ সম্পূর্ণ ফেলুদা-গল্প
বাক্স রহস্য (প্রথম খসড়া) (অসম্পূর্ণ) ফেলুদা একাদশ, ২০০০ -
তোতা রহস্য (প্রথম ও দ্বিতীয় খসড়া) (অসম্পূর্ণ) ফেলুদা একাদশ, ২০০০ -
আদিত্য বর্ধনের আবিষ্কার (অসম্পূর্ণ)
 

ফেলুদা কমিকস

১। দার্জিলিং জমজমাট (darjiling-jomjomat) ২। গ্যাংটকে গণ্ডগোল (gangtoke-gondogol) ৩। গোসাইপুর সরগরম (gosaipur-sargaram) ৪। জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা (jahangirer-sornomudra) ৫। নেপোলিয়ানের চিঠি (nepolioner-chiti) ৬। রবার্টসন এর রুবি (robertson-er-rubi) ৭। রয়াল বেঙ্গল রহস্য (royal-bengal-rohossya) ৮। শেয়াল দেবতা রহস্য (seal-debota-rohossyo)

0 comments:

প্রিয় কবিতারা...