10/01/2013 11:18:00 pm
Unknown
পাঁচ লক্ষ টাকা মূল্যের একটি টেলিফোন কল দিয়ে ষড়যন্ত্রের শুরু ।
পেশাদার খুনি বাস্টার্ড দেশে ফিরে এসে এক ব্যবসায়ীর কাছ থেকে কুখ্যাত
শীর্ষ সন্ত্রাসী ব্ল্যাক রঞ্জুকে খুন করার এক কোটি টাকার কন্ট্রাক্ট নিল ।
বাস্টার্ডকে খুন করতে হবে কোলকাতায় যেয়ে এবং একই সাথে ব্ল্যাক রঞ্জুর নেটওয়ার্কও ধ্বংস করতে হবে ।
...কিন্তু সমস্যা হচ্ছে ব্ল্যাক রঞ্জু দেশে নেই অনেক বছর । সে তার অন্ধকার
জগতের কারবার নিয়ন্ত্রন করছে কোলকাতায় বসে এবং তার চেহারা চিনতে পারে
এমন লোকও খুজে পাওয়া ভার ।
শুরু হল বাস্টার্ডের কঠিন এক মিশন । পুরান ঢাকার গলিঘুপচি থেকে মিশন শুরু
করতে হল বাস্টার্ডকে । ব্ল্যাক রঞ্জুর ঢাকার নেটওয়ার্কের ২/৩ সন্ত্রাসীকে
খুন করে বাস্টার্ডকে আগাতে হল ।
এরই মধ্যে খুনগুলোর তদন্তের জন্য দৃশ্যপটে আবির্ভাব ঘটল হোমিসাইড ইনভেস্টিগেটর জেফরি বেগের ।
জেফরি খুনগুলোকে একসুত্রে গাথার চেষ্টা করে ।
এরই মাঝে একটি মেয়েও জড়িয়ে পরলো বাস্টার্ডের সাথে ।
বাস্টার্ড আর জেফরি বেগের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন ।
বাস্টার্ড কী পারবে কোলকাতায় পৌছাতে ? জেফরি কি এই খুনগুলোর রহস্য উদঘাটন
করে তার পুরনো শত্রু বাস্টার্ডের নিকট পৌছাতে পারবে ? দেশের ইতিহাসের
অন্যতম ভয়ংকর রাজনৈতিক ষড়যন্ত্রেরই বা কী মীমাংসা হবে ?
-- মোহাম্মাদ নাজিম উদ্দীনের দ্বিতীয় এবং সেরা বই । বইয়ের পেছনের মলাটে লেখা রয়েছে রেসিংকার গতির এক অ্যাকশন থ্রিলার ।
আমি বলব সুপারসনিক গতির অসাধারন এক অ্যাকশন থ্রিলার । এক নিঃশ্বাসে শেষ করার মত বই ।
["বই লাভারস পোলাপান" গ্রুপ থেকে]
0 comments: