Tuesday 29 April 2014

আজ বইখোরদের জন্য রয়েছে 'শিশির কুমার মজুমদার' এর ভূতের গল্প 'আয়না' এর অডিও বুকের লিঙ্ক।

গল্পের বিষয়বস্তুঃ
পরমেশ্বর বাবু নিলামে কিনলেন শত বছরের পুরানো জন সিভাষ্টার নামক জলদস্যুর 'আয়না'। এরপর থেকেই শুরু হলো অলৌকিক কিছু ঘনটা। পরমেশ্বর এর চাকর হলধর প্রথম এমন কিছু দেখলো যা দেখে সে তাঁর মালিককে ভয়ে ভয়ে বলল আয়না ফেলে দিতে। কিন্তু কি দেখেছে সে তা বলল না।

এরপর আসলো ডক্টর দত্ত। তাচ্ছিল্য করে হলধর কে বকা দিয়ে প্রেসক্রাইব করে দিয়ে সে যখন নিজ উদ্যোগে আয়না দেখতো গেলো তখন আবার ঘটলো অলৌকিক কিছু। থমকে আয়নার সামনে দাঁড়িয়ে  রইলো ডক্টর দত্ত। কিন্তু কি দেখলো তা বলল না, ঘাবড়ে চলে গেলো পরমেশ্বরের বাসা থেকে। কিন্তু কেনো কেউ কিছু বলছে না আর পরমেশ্বরই বা কেনো কিছু দেখছে না!

অডিও বুকটি শুনতে বা ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।




0 comments:

প্রিয় কবিতারা...